ভয়াবহ লোডশেডিংয়ের অভিযোগে নোয়াখালীর সুধারামের বাঁধেরহাট পল্লীবিদ্যুৎ সাব অফিসে হামলা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা ও দুর্বৃত্তরা। এ সময় তারা লাইনম্যান গিয়াস উদ্দিনকে (৩২) মারধর করে গুরুতর আহত করে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম থানায় মামলা হয়েছে। আতঙ্কে অফিসের কর্মকর্তা কর্মচারীরা অফিস বন্ধ করে দিয়েছেন।
নোয়াখালী পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। কর্মচারীরা আতঙ্কে আছেন। লোডশেডিং জাতীয় সমস্যা। এখানে আমাদের কী করার আছে।