নির্বাচন বানচাল করার জন্য ঐক্য বিনষ্টের বিভ্রান্তকর বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।
রবিবার সকালে নগরীর নাসিমন ভবনের প্রাঙ্গণে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
গোলাম আকবর খোন্দকার বলেন, বিভিন্ন দল বিভিন্নভাবে উসকানিমূলক কর্মকাণ্ড করছে এবং উসকানিমূলক বক্তব্য রাখছে। এ ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। বৃহত্তর ঐক্যকে বিনষ্ট করে তারা ষড়যন্ত্রের চেষ্টা করতেছে। বৃহত্তর ঐক্যকে বিনষ্ট করে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এ ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছেন বলে আমরা মনে করছি।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, অধ্যাপক ইউনুস চৌধুরী, সালাহউদ্দিন, নুরুল আমিন, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন প্রমুখ।
গোলাম আকবর খোন্দকার বলেন, আগামী দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া ঐক্যবদ্ধ আছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমরা যেকোনো মুহূর্তে রাজপথে ঐক্যবদ্ধ থাকবো।
বিডি প্রতিদিন/এমআই