আশুলিয়ার বাংলাবাজার এলাকায় দুর্বৃত্তের হামলায় বাবুল নামে এক কেয়ারটেকার নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আহতরা হলেন, গৃহকর্তা মাহাবুব, তার স্ত্রী আছমা ও তার মেহেরুন। তাদের মধ্যে আছমা ও মেহেরুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাহাবুবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার ভোরে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় মাহবুরের বাসায় এ হামলার ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান শরীফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৪টার দিকে এক দুর্বৃত্ত মাহাবুরের টিনশেড বাসার টিন খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় বাসার কেয়ারটেকার বাবুল তাকে আটকের চেষ্টা করলে দুর্বৃত্ত বাবুলকে কুপিয়ে জখম করে। চিত্কার শুনে বাসার ভেতর থেকে মাহবুব, আছমা ও মেহেরুন এসে বাবুলকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্ত।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিত্সক বাবুলকে মৃত ঘোষণা করেন।