শিরোনাম
মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘পরিযায়ী বসতি’তে মজেছে রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘পরিযায়ী বসতি’তে মজেছে রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাখিদের স্থিরচিত্র নিয়ে তিন দিনব্যাপী ‘পরিযায়ী বসতি’ শীর্ষক একটি প্রদর্শনী শুরু হয়েছে। নিজের তোলা ছবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে প্রদর্শনীটি আয়োজন করেছেন জনসংযোগ দফতরের উপ-রেজিস্ট্রার নজরুল ইসলাম মুনসুর। গতকাল দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। প্রদর্শনীটি চলবে ২৩ জানুয়ারি। আয়োজকরা জানিয়েছেন, এই প্রদর্শনীতে পরিযায়ী পাখিদের আবাস, উড্ডয়ন, সারথীসহ বিভিন্ন বিষয়ে ধারণকৃত ৫০টি স্থিরচিত্র স্থান পেয়েছে। গ্রন্থাগারের উত্তর পাশে প্রদর্শনীটি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী সম্পর্কে আলোকচিত্রী নজরুল ইসলাম বলেন, ২০১৪ সালে ফেব্রুয়ারি মাসে ক্যাম্পাসে ব্যাপকভাবে পরিযায়ী পাখিরা এসে বিভিন্ন গাছে বসতি গড়ে। পরে ঘূর্ণিঝড়ে কিছু পাখি মারা যায়। এরপর থেকে ক্যাম্পাস ছেড়েছে পাখিগুলো। ওই সময়ে ধারণ করা পাখির ছবি নিয়ে এই আয়োজন।

সর্বশেষ খবর