বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সিলেটে ৬০ ভাগ ট্যাক্স অনাদায়ী : আরিফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আয়কর ব্যক্তি ও পরিবারকে সুরক্ষা দিতে পারে বলে মন্তব্য করে সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আয়কর সনদ সর্বক্ষেত্রে প্রযোজ্য। আয়কর দেওয়ার অর্থ এই নয় যে, আপনার ওপর আয়করের বোঝা বেড়ে যাবে। আয়কর দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে।’ নিজেকে সরকারের একজন ‘ট্যাক্স কালেক্টর’ দাবি করে মেয়র আরিফ বলেন, ‘এখনো সিসিকের ৬০ ভাগ ট্যাক্স অনাদায়ী রয়েছে। অনেকে ১৬ বছর ধরেও ট্যাক্স দেয় না। এটা সহজীকরণ প্রক্রিয়ায় আদায় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল সিলেট সিটি করপোরেশনের আয়কর জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট কর অঞ্চলের কর কমিশনার রণজিৎ কুমার সাহার সভাপতিত্বে ও সহকারী কর কমিশনার মো. নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার, সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান, মো. ইলিয়াছুর রহমান, মখলিছুর রহমান কামরান, তারেক উদ্দিন তাজ, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর