মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘৯৯৯’-এ ফোন করে রক্ষা পেলেন বাসযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে ডাকাতদের হাত থেকে রক্ষা পেয়েছেন ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী বাসের যাত্রীরা। তবে ডাকাত দলের ঢিলের আঘাতে আহত হয়েছেন বাসের চালক। রবিবার    দিবাগত ভোর ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার সুনামগঞ্জ বাইপাস সড়কের লতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাস ডাকাতিতে ব্যর্থ হলেও ডাকাতরা কয়েকটি ট্রাকের চালককে মারধর করে তাদের কাছ থেকে টাকা লুটে নিয়েছে। বাসের যাত্রীরা জানান, রবিবার দিবাগত ভোররাতে তাদের বহনকারী বাসটি লতিপুর এলাকার রেলক্রসিংয়ে পৌঁছলে মুখোশধারী ২০-২৫ জন ডাকাত গাছ ফেলে বাসের গতিরোধ করে। ডাকাত দলের হাতে ছিল চাপাতি, রড ও আগ্নেয়াস্ত্র। ডাকাতরা বাসে উঠতে চাইলে চালক ‘ব্যাক গিয়ার’ লাগিয়ে গাড়ি পেছনের দিকে নিয়ে যেতে থাকেন। বাসে উঠতে ব্যর্থ হয়ে ডাকাতরা ঢিল ছুড়ে ও রড দিয়ে আঘাত করে বাসের কয়েকটি জানালা ভাঙচুর করে। এতে চালক আহত হন। এ সময় আবু তাসফি নামের এক যাত্রী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে ডাকাতের হামলার অভিযোগ করলে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ‘৯৯৯’ থেকে সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানা ও ফাঁড়ি থেকে পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।

সর্বশেষ খবর