বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের রাজধানী ঢাকায় যাতায়াতের প্রধান মাধ্যম বরিশাল-ঢাকা নৌপথ। অথচ এই নৌপথের গুরুত্বপূর্ণ মেঘনার মিয়ারচর আর উলানিয়া-কালীগঞ্জ চ্যানেলের দিকে গুরুত্ব নেই সরকারের। প্রায়ই যাত্রীবাহী নৌযান ঠেকে যাচ্ছে এই দুটি চ্যানেলের ডুবোচরে। ঘটছে দুর্ঘটনা। দ্রুত এই চ্যানেল দুটির নাব্যতা বৃদ্ধি এবং বয়া-বাতি ও মার্কিং স্থাপন করা না হলে বড় ধরনের দুর্ঘটনাসহ ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন নৌযান মাস্টাররা। যদিও বরিশাল-ঢাকা নৌ-রুটের সমস্যা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ১৬৮ কিলোমিটার দীর্ঘ বরিশাল-ঢাকা নৌ-রুটে চলাচল করে দেশের সর্বাধুনিক এবং বড় বড় যাত্রীবাহী জাহাজ। দূরত্ব কম হওয়ায় বরিশাল-ঢাকা নৌ-রুটের লঞ্চগুলো মেঘনার মিয়ারচর চ্যানেল দিয়ে চলাচল করে। কিন্তু ৩ কিলোমিটার দীর্ঘ ওই চ্যানেলের বিভিন্ন স্থানে ডুবোচর জেগে ওঠায় বর্ষা মৌসুমেও যাত্রীবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর ওপর নেই দিকনির্দেশক বয়া-বাতি এবং মাকিং। গত ১৮ জুলাই সিমেন্ট বোঝাই একটি কার্গো ডুবে মিয়ারচর চ্যানেলটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু ভাটার সময় উলানিয়া-কালীগঞ্জ চ্যানেলেও নাব্যতা সংকট চরম আকার ধারণ করে। ডুবোচরে আটকে যাওয়ায় গত ২২ জুলাই উলানিয়া-কালীগঞ্জ চ্যানেলে বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১০ এবং একই রুটের এমভি মানামী নামে দুটি যাত্রীবাহী নৌযানের সংঘর্ষে উভয় লঞ্চের ব্যাপক ক্ষতি হয়। তবে কোনো প্রাণহানি হয়নি। প্রথম শ্রেণির নৌযান মাস্টার সিদ্দিকুর রহমান বলেন, মিয়ারচর এবং কালীগঞ্জ দুই চ্যানেল দিয়েই বরিশাল-ঢাকা রুটে চলাচল করেন তারা। মিয়ারচরে ডুবোচরে বয়া-বাতি, মাকিং নেই, কালীগঞ্জেও ডুবোচর আছে, বয়া-বাতি নেই। নৌযান নিয়ে চিহ্নিত যে ছকে চলাচল করব সেখানে পানি কম পাওয়া যায়। এদিকে ঢাকা-বরিশাল নৌপথের সমস্যা দেখতে গত শনিবার চাঁদপুর থেকে বিশেষ নৌযানে বরিশাল সফর করেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ওইদিন বিকাল ৩টায় বরিশাল নদীবন্দরে পৌঁছে নৌ-প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই রুটের কোথায় কি সমস্যা দিনের বেলায় নিজের চোখে দেখেছেন। নৌপথ আরও সুগম এবং নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- এক আঙুলে ১৪৪ কেজি ওজন তুলে চীনা যুবকের বিশ্বরেকর্ড
- ‘তথ্য গোপন’ করে সংগঠনে যুক্ত হওয়া তদন্তে কমিটি ঢাবি ছাত্রদলের
- একাকিত্ব কাটাতে কী করবেন?
- ‘জামায়াত দুর্নীতি-চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্তকল্যাণকর দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ’
- বেগুনে পোকা আছে কি না বোঝা যাবে যেভাবে
- ভারতে কারাভোগ করে সিলেট সীমান্ত দিয়ে ফিরলেন ২২ জন
- রক্তচাপ থেকে নানান জটিলতা
- জ্বর হলে কী খাবেন
- ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
- রাজনীতির মাঠের বল যেভাবে বিএনপির কোর্টে
- সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ : মামুনুল হক
- নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব : তারেক রহমান
- মাগুরা পৌর কবরস্থানের মূল্যবান ৯২ লাইট চুরি
- সমমনা দল গুলোর সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
- আমাদের কিছু বন্ধু আওয়ামী ভাষায় কথা বলছেন : মাসুদ সাঈদী
- সৌর প্যানেলে অনুদানের ৭ বিলিয়ন ডলার বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- ফটিকছড়িতে বৈদ্যের গলাকাটা লাশ উদ্ধার
- অভ্যুত্থান-পরবর্তী যারা বদলাতে পারবে না, আগামী দিনে তারা প্রাসঙ্গিক থাকবে না : সাকি
- তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- চীনের দেওয়া রোবোটিক হাত-পায়ে নতুন জীবন পেয়েছেন আহতরা : স্বাস্থ্য উপদেষ্টা
ঝুঁকিপূর্ণ বরিশাল-ঢাকা নৌপথ
দুই চ্যানেলে ডুবোচর, বয়াবাতি মার্কিং নেই, দ্রুত সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর
রাহাত খান, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর