সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

ভারতফেরত ১১৯ জন খুলনায় কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরা ১১৯ জন বাংলাদেশিকে দুই সপ্তাহের জন্য খুলনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মোট পাঁচটি স্থানে তাদের আবাসনসহ খাদ্য পানি চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এই সময়ের মধ্যে তারা পরিবারের কারও সঙ্গেই সাক্ষাৎ করতে পারবে না। গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 বেনাপোল থেকে দেশে প্রবেশের পর যশোর পুলিশ তাদের গ্রহণ করে খুলনায় পৌঁছে দিয়েছে। জানা যায়, ভারত থেকে আসার পর খুলনায় ২০টি স্থানে ৭০০ জনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন ও কেএমপির উদ্যোগে সেখানে থাকা-খাওয়া ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যায়, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ এ অঞ্চলের উল্লেখযোগ্য মানুষ চিকিৎসা নিতে ভারতে যায়। অনেকেই সেখানে গোপনে কর্মক্ষেত্রেও জড়িত রয়েছে। ভারতে করোনা পরিস্থিতির ভয়ানক অবনতি হওয়ায় তারা দেশে ফিরতে শুরু করেছেন।

সর্বশেষ খবর