শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সওজের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে সাড়ে ৩ কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সড়ক ও জনপথ অধিদফতর রংপুরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়- ইকরাম উল্লাহ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে ৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ২০৬ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করে তা গোপন করে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়েছেন।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ১০১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রেখে এবং অবৈধভাবে অর্জিত ২ কোটি ৪০ লাখ টাকা গোপন করতে ব্যাংক থেকে উত্তোলনের মাধ্যমে স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর