বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

খাদে ফেলে দুই পুলিশ হত্যার মূল আসামি আলমগীর আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় গাড়িসহ খাদে ফেলে পুলিশের দুই কর্মকর্তাকে হত্যার মূল আসামি আলমগীর হোসেন আটক হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জিজ্ঞাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম গতকাল জানান, আসামিকে চট্টগ্রামের লোহাগড়া থেকে গ্রেফতার করে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি দুই পুলিশ কর্মকর্তাকে খাদে ফেলে হত্যার ঘটনা জানিয়ে বলেন, ১৭ জানুয়ারি সকালে গোপন সূত্রে খবর ছিল- টেকনাফ থেকে ৫০ হাজার ইয়াবার একটি চালান আসছে। খবর পেয়ে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় আসামির গাড়িকে সিগন্যাল দিলে এক কনস্টেবলকে আহত করে দ্রুত সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের আরেকটি টিম মোগরাপাড়া এলাকায় ধাওয়া করে আসামি আলমগীর হোসেনকে গাড়িসহ এবং ৪২ হাজার ইয়াবা বড়িসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর আসামিকে নিয়ে তারা সরাসরি জেলা পুলিশ সুপার কার্যালয়ে চলে আসে। এসপি অফিসে আসামিকে নিয়ে সংবাদ সম্মেলনের পর সোনারগাঁ থানায় রওনা দেন দুই এএসআই কাজী সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলাম। তবে দুই এএসআই  কেউই গাড়ি চালাতে পারেন না। তাই আসামি আলমগীরকে দিয়েই গাড়ি চালানো হয়। আসামি গাড়ি সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় এনে কৌশলে লাফিয়ে পড়ে গাড়িটি খাদে ফেলে দেয়। এতে দুই এএসআই পানিতে ডুবে মারা যান। সেই সময় থেকে আলমগীর পলাতক ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর