শিরোনাম
বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরার ত্রাণ

আইজ ফেট ভরিয়া ভাত খাইমু আল্লায় বসুন্ধরার ভালা খরউক্কা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আইজ ফেট ভরিয়া ভাত খাইমু আল্লায় বসুন্ধরার ভালা খরউক্কা

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ত্রাণ বিতরণ হবে এমন খবর পেয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আটিটিলা গ্রামে জড়ো হন বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় মানুষ। এর মধ্যে হুইল চেয়ারে চেপে আসেন বাবুল মিয়া নামে এক শারীরিক প্রতিবন্ধী। ত্রাণের প্যাকেট পেয়ে আকাশের দিকে দুই হাত তুলে দোয়া করেন আয়োজকদের জন্য। বাবুল মিয়ার মুখে ছিল তৃপ্তির হাসি, আর চোখে ছিল কৃতজ্ঞতার পানি। জড়িয়ে আসা কণ্ঠে বললেন, ‘আইজ ফেট ভরিয়া ভাত খাইমু, আল্লায় বসুন্ধরার ভালা খরউক্কা’ (আজ পেট ভরে ভাত খাব, আল্লাহ যেন বসুন্ধরার ভালো করেন)। বাবুল মিয়ার মতো অসহায় মানুষের মুখে এক চিলতে হাসি ফোটাতে সিলেট জেলার ৭ হাজার পরিবারের জন্য ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী পাঠায় দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। গতকাল বিয়ানীবাজারের কুশিয়ারা-তীরবর্তী আটিটিলা গ্রাম থেকে এ ত্রাণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন। সকালে একযোগে জেলার ১২ থানায় ত্রাণ বিতরণ শুরু হয়। জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে বসুন্ধরা গ্রুপের এ ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে। আটিটিলা গ্রামের পর পুলিশ সুপার বিয়ানীবাজারের আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারখাইয়ে বসুন্ধরা গ্রুপের পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, পুলিশ পরিদর্শক ইখতিয়ার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, কালের কণ্ঠের আলোকচিত্রী আসকার আমিন রাব্বী, বাংলানিউজের আলোকচিত্রী মাহমুদ হোসেন ও নিউজটোয়েন্টিফোর টিভির ক্যামেরাপারসন শফি আহমদ। ত্রাণ বিতরণকালে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, ‘টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এ বছর সিলেটে আকস্মিক বন্যা হয়েছে। ২০০৪ সালের পর এ রকম ভয়াবহ বন্যা আর হয়নি। এখন পানি নেমে গেলেও অসহায় লোকজন কষ্টের মধ্যে রয়েছে। বসুন্ধরা গ্রুপ যেভাবে এ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবি রাখে। এভাবে দেশের বড় বড় শিল্প গ্রুপগুলো অসহায়দের পাশে দাঁড়ালে তাদের দুঃখকষ্ট অনেকটা লাঘব হতো।’ প্রসঙ্গত, সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের জন্য দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার পক্ষ থেকে ১০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পাঠানো হয়। এর মধ্যে ৭ হাজার প্যাকেট সিলেট ও ৩ হাজার প্যাকেট সুনামগঞ্জের জন্য। সিলেটে জেলা পুলিশের মাধ্যমে ১২ থানায় এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। থানাগুলো হচ্ছে- সদর, মোগলাবাজার, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ। এ ছাড়া সুনামগঞ্জে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেল বিশ্বনাথের ২০০ অসহায় বন্যার্ত পরিবার : সিলেটের বিশ্বনাথ উপজেলার অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ২০০ পরিবার পেয়েছে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী। ঢাকা থেকে পাঠানো এ খাদ্যসামগ্রী গতকাল সকাল ১১টায় উপজেলার খাজাঞ্চী ও ১টায় উপজেলার অলংকারী ইউনিয়নে বিতরণ করা হয়। সিলেট জেলা পুলিশের সহযোগিতায়, বিশ্বনাথ থানা পুলিশ বসুন্ধরা গ্রুপের ত্রাণসামগ্রীগুলো বিতরণ করে।

সর্বশেষ খবর