শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে অনিবন্ধিত ৪০ লাখ টাকার ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাইকারি ও খুচরা ওষুধের সর্ববৃহৎ বাজার হাজারী গলি। দীর্ঘদিন ধরে এটিই মানুষের কাছে ওষুধের বিশ্বস্ত বাজার। কিন্তু এখান থেকে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও প্রতীক দত্তের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন আকন্দ রাজু। জানা যায়, অভিযানে তিনটি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখায় সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর হাজারী লেনের ছবিলা কমপ্লেক্সে ঢুকতেই সব ফার্মেসি বন্ধ করে দেন মালিকরা। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন ছবিলা কমপ্লেক্সের তৃতীয় তলার একটি এবং চতুর্থ তলার একটি গোডাউনের তালা ভেঙে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ পাওয়া যায়।    

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, হাজারী লেনে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ এবং তিনটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ওষুধগুলো নষ্ট করা হয় এবং ফিজিশিয়ান স্যাম্পলগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর