চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গতকাল জাহেদ আলী নামে এক রিকশাচালক দগ্ধ হয়ে মারা যান।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, সকাল ১০টার দিকে নগরীর বায়োজিদ থানার অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে জাহেদের গায়ে পড়ে আগুন ধরে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় তার মৃত্যু হয়। তার বাড়ি লালমনিরহাটের আদিতমারীর পলাশি ইউনিয়নে। তিনি অক্সিজেন মোড়সংলগ্ন ট্যানারি বটতলা এলাকায় থাকতেন। নামপ্রকাশে অনিচ্ছুক ষোলশহর সাব-স্টেশনের এক কর্মচারী বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কা নেই। তবে অনেক সময় তারের বয়স বেশি হলে ছিঁড়ে যায়।
তবে এ তারটি ছিঁড়ে যাওয়ার কোনো আলামত আগে থেকে পাওয়া যায়নি।’