চট্টগ্রামে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির সময় ১২ জনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার রাত ১২টার দিকে নগরীর খুলশী আবাসিক এলাকার একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি মুজিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।