এক ছাতার তলে ঐক্যবদ্ধ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী দলগুলো। শীর্ষ নেতারা বৈঠকও করেছেন। সেখানে আগামী সংসদ নির্বাচন জোটবদ্ধভাবে করার বিষয়ে আলোচনা হয়েছে। চলতি মাসের শেষ দিকে নতুন এ জোটের ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন, ‘আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী দলগুলোর জোট হচ্ছে। চলতি মাসের শেষের দিকে জোটের ঘোষণা দেওয়া হবে। তরিকতপন্থি দলগুলো জোটবদ্ধভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।’ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেন, ‘সুন্নি মতাদর্শী দলগুলো জোটবদ্ধ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে।’
জানা যায়, প্রাথমিকভাবে এ জোটের নাম দেওয়া হয়েছে ‘বৃহত্তর সুন্নি জোট’। প্রতিটি দলের শীর্ষ নেতা হবেন এ জোটের নীতিনির্ধারক। এ জোটে থাকছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাকের পার্টিসহ অন্তত পাঁচটি নিবন্ধিত রাজনৈতিক দল। এ ছাড়া তরিকতপন্থি বেশ কয়েকটি অনিবন্ধিত দল এ জোটে অংশীদার হওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে তরিকত ফেডারেশন এ জোটের অংশীদার হবে না। দলটি ১৪ দলের শরিক হওয়ায় তাদের এড়িয়ে চলছে অন্য তরিকতপন্থিরা।