আগামী সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছয় নেতা-নেত্রী। তারা হলেন- রংপুর মহানগর বিএনপির সদস্য অধ্যাপক ড. মমতাজ হোসেন, সাবেক ছাত্রদল নেতা ও ড্যাব সদস্য ডা. জহুরুল হক, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সদস্য এপিপি অ্যাডভোকেট আবদুল হাদি বেলাল, প্রয়াত বিএনপি নেতা অ্যাডভোকেট বদরুল ইসলাম চুন্নুর সহধর্মিণী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফৌজিয়া ইয়াসমিন চুন্নু, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রব্বানী, ইসলামী আন্দোলনের প্রার্থী উপজেলা সভাপতি গোলজার হোসেন নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জাতীয় নাগরিক পাটি এনসিপি এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করেনি।
রংপুর মহানগর বিএনপির সদস্য অধ্যাপক ড. মমতাজ হোসেন বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠে কাজ করছি। দল মনোনয়ন দিলে মিঠাপুকুরে ধানের শীষ বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জিয়া মঞ্চের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবদুল হাদী বেলাল বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছি। দলের দুঃসময়ে পাশে থেকেছি। দল মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় হবে। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, জামায়াতে ইসলামীকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। আশা করি, জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবে।