বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগের পদ ব্যবহার করে প্রচারণা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা ফিরোজ খানের বিরুদ্ধে আওয়ামী লীগের পদ ব্যবহার করে এলাকায় ইউপি নির্বাচনী পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড টানানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুয়া পদ ব্যবহার করে রাতারাতি আওয়ামী লীগ নেতা সেজে তিনি প্রতারণা করছেন- এমন অভিযোগ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের।

বিষয়টি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হলে তাদের স্বাক্ষরিত চিঠি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে ফিরোজ খানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়। এদিকে ফিরোজ খান আওয়ামী লীগের পদ ব্যবহার করায় ফরিদপুরের আমলি আদালতে মামলা হয়েছে। নগরকান্দা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বাবুল আক্তার মামলাটি করেন। এ বিষয়ে ফিরোজ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, ফিরোজ খান এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা। তিনি কয়েকবার বিএনপির সমর্থন নিয়ে তালমা ইউপি চেয়ারম্যান হয়েছেন। হঠাৎ তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বিলবোর্ড, ফেস্টুন টানিয়েছেন- যা প্রতারণা। জেলা আওয়ামী লীগ সভাপতি সুবলচন্দ্র সাহা বলেন, আমাদের কাছে যে ডকুমেন্ট আছে তাতে ফিরোজ খান স্থানীয় বিএনপির উপদেষ্টা হিসেবে আছেন। তার বিষয়ে ব্যবস্থা নিতে নগরকান্দা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের চিঠি পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর