রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সৈয়দপুরে ২০ সোনার বারসহ আটক ২

সৈয়দপুর প্রতিনিধি

সৈয়দপুরে গাঁজা উদ্ধার করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের হাতে গতকাল সকালে আটক হলো সোনার ২০টি বারসহ দুই সোনা চোরাকারবারি। আটকরা হলো রহিম (২৫) ও মোহাম্মদ উল্লাহ (২৬)। তাদের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। উদ্ধার করা ২০টি সোনার বারের বর্তমান বাজার মূল্য ২ কোটি টাকা বলে বাংলাদেশ জুয়েলারি ব্যবসায়ী সমিতি সৈয়দপুর শাখার সভাপতি হানিফ উদ্দিন জানিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদফতরের নীলফামারী জেলা পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে আমরা সৈয়দপুর শহরের অদূরে কামারপুকুর বাজারে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নৈশকোচ নাবিল পরিবহনে তল্লাশি চালাই। সোর্সের দেওয়া তথ্য ছিল ওই গাড়িতে গাঁজা পরিবহন করা হচ্ছে। পরে বাসে তল্লাশি শুরু করলে দুই যাত্রীর কথায় সন্দেহ হয়। তখন তাদের ট্রাভেল ব্যাগ চেক করে স্কচটেপ মোড়ানো ২০টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার বার ভারতে পাচার করার জন্য পঞ্চগড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর