মাগুরা ও রাজবাড়ীতে নদীর পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
মাগুরা : শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে নেমে আবির হোসেন মোল্যা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার কছুন্দী গ্রামের পাশে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবির শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের রমজান মোল্যার ছেলে। স্বজনরা জানান, বুধবার দুপুরে আবির ও তার বন্ধু তামিম বাড়ির পাশে গড়াই নদীতে গোসল করতে যায়। এ সময় আবির নদীতে তলিয়ে যায়। পরে তামিমের চিৎকারে প্রথমে পরিবারের সদস্য ও গ্রামবাসী এবং পরে খুলনার ডুবুরি দল নদীতে খোঁজাখুঁজি করে। সন্ধ্যা নাগাদ তার সন্ধান না পেয়ে ডুবুরি দল ফিরে যায়। পরে গতকাল কছুন্দী গ্রামের পাশে নদীতে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে আবিরের লাশ শনাক্ত করে।
রাজবাড়ী : কালুখালীতে পদ্মা নদীতে পানিতে ডুবে অঞ্জনা খাতুন (১১) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে উপজেলার রতনদীয়া ইউনিয়নের পশ্চিম হারুয়া গ্রামের উজ্জ্বল শেখের মেয়ে। জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মা নদীর বিরু মোল্লার ঘাট এলাকায় বান্ধবীর সঙ্গে গোসল করতে যায় অঞ্জনা। পানিতে নেমে স্রোতের তোড়ে ভেসে যায় সে। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করে। গতকাল কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বাকী বিল্লাহ বলেন, লাশ পরিবারের কাছে বুধবার রাতে হস্তান্তর করা হয়।