রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেন অন্য শিক্ষার্থীরা। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। মতিহার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, রবিবার বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্ররা দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দিলে তাদের থানায় আনা হয়। পরে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয় তাদের। সোপর্দকৃত শিক্ষার্থীরা হলেন- মাশরাফি মাহমুদ ও নাফিস সাদমান। তারা রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২১তম ব্যাচের ছাত্র। মাশরাফি ছাত্রলীগ কর্মী দাবি সাধারণ ছাত্রদের। রুয়েটের অধ্যাপক রবিউল ইসলাম বলেন, ক্যাম্পাসে প্রবেশ করবেন না মর্মে থানায় মুচলেকা দিয়ে রাতেই তারা ছাড়া পেয়েছেন।