টেকনাফের বাহারছড়ায় তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে তিন জনকে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার রাতে বাহারছড়ায় অপহরণকারীদের গোপন আস্তানা থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বন্দি থাকা তিনজনকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করছিল।