বিশ্বনাথে রেলের পরিত্যক্ত ঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। উপজেলার আতাপুর গ্রামে সিলেট-ছাতক লেভেলক্রসিং সংলগ্ন পরিত্যক্ত সিগন্যাল কক্ষে রবিবার রাতে ককটেলগুলো পাওয়া যায়। র্যাব-৯-এর উপ-অধিনায়ক মেজর আবদুল মুকিত নাফিস এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিকালে র্যাব হেড কোয়ার্টার থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।