গাইবান্ধার পলাশবাড়ীতে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশন ও বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার। পেট্রল কম দেওয়ায় মাঠেরহাট এলাকার রূপ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় পৌরশহরের সামিয়া বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।