উজানের ঢলে জয়পুরহাটে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবারও বগুড়া আঞ্চলিক মহাসড়কের বটতলী থেকে পল্লী বিদ্যুৎ এলাকায় এক কিলোমিটার রাস্তায় হাটু পানি উঠায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড তুলশীগংগা নদীর উপর কালিতলা বন্যা নিয়ন্ত্রণ ভাংগা বাঁধের সংস্কার করেছে। জয়পুরহাটের সদর, পাঁচবিবি, ক্ষেতলাল, আক্কেলপুর ও সদর উপজেলার কমপক্ষে ৫১টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২৫ হাজার মানুষ।
কৃষি বিভাগের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায় জানিয়েছেন, জেলার প্রায় ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ধান ও শাক-সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসক মোকাম্মেল হক জানিয়েছে ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। ইউনিয়নগুলো থেকে চাহিদা মোতাবেক বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৭/হিমেল