দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা শাহাপাড়ার মজনু হত্যার প্রতিবাদে উপজেলাবাসীর পক্ষে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শোক র্যালির সামনে শিশু সায়নের কথা শুনে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। বৃহস্পতিবার বিকাল ৩টায় বোচাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মরহুম মজনুর রহমান মজনুর বাসভবনস্থ ধনতলা হতে এই শোক র্যালিটি বের হয়। এরপর র্যালিটি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে এসে শেষ হয়। এ সময় হাজারো মানুষের সাথে মরহুম মজনুর একমাত্র শিশু পুত্র সাকিব রহমান সায়ন (৮) তার পিতার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
এ সময় নিহত মজনুর পরিবারের সদস্যরা ছাড়াও বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. রিয়াজুল ইসলাম আংকেল, পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী, মো. মঞ্জুর মোরশেদ মানিক, মো. হাবীবুর রহমান হাবু প্রমুখ শোক র্যালিতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে দশটার দিকে বোচাগঞ্জের সুকদেরবপুর চৌরাস্তা নামক স্থানে একদল সন্ত্রাসী কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতা মজনু আহত হন। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মজনুকে মৃত ঘোষণা করেন। মজনুর রহমান মজনু বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব