মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর গ্রামে গলায় খাবার আটকে তাজিম হোসেন (১১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তাজিম খড়মপুর গ্রামের হেলাল উদ্দীনের ছেলে। শুক্রবারে শিশু তাজিমকে তার মা খাওয়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
তাজিম হোসেনের বাবা হেলাল উদ্দীন জানান, সকালের দিকে তাজিমকে তার মা খাবার খাওয়াচ্ছিল। এক পর্যায়ে তার গলায় আটকিয়ে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন