৪ মার্চ, ২০২৩ ১৬:৪১

দিনাজপুরে ইজতেমার আখেরি মুনাজাতে লক্ষাধিক মুসল্লি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ইজতেমার আখেরি মুনাজাতে লক্ষাধিক মুসল্লি

আখেরি মুনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে তিন দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে। আখেরি মুনাজাতে ছিল সর্বস্তরের মানুষের ঢল। 

শনিবার সকাল থেকে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের ইজতেমা মাঠে সমবেত হন লক্ষাধিক মানুষ। বেলা সাড়ে ১০টার মধ্যে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারন্য হয়ে উঠে। ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে।  

আখেরি মুনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বি ও তাবলীগ জামাতের জিম্মাদার (দায়িত্বশীল) হযরত মাওলানা মো. মোশাররফ হোসেন। দুপুর ১২টা ৩ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ১৪মিনিটে মুনাজাত শেষ হয়। ১১ মিনিটের মুনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।

মুনাজাতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনাজপুর সদর, বিরল উপজেলাসহ আশপাশের অন্যান্য উপজেলা হতে আগত নারী, পুরষ ও শিশুসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ মুনাজাতে অংশগ্রহণ করেন। দিনাজপুর শহরের অধিকাংশ দোকানী দোকানপাট বন্ধ করে মুনাজাতে অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর