২৪ মে, ২০২৩ ১৬:০৬

করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি:

করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ১

কিশোরগঞ্জের করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মো. সেলিম (৩৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরটিও উদ্ধার উদ্ধার করা হয়।

মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার সেলিম কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঁঠালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে করিমগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে  করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। গ্রেফতার সেলিম এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলেও জানান ওসি।

তিনি আরও জানান, রবিবার রাতে নিকলী উপজেলার মজলিশপুর এলাকা থেকে করিমগঞ্জ উপজেলার খয়রত এলাকায় যাওয়ার কথা বলে শরীফের অটোরিকশাটি ভাড়া নেন সেলিমসহ অজ্ঞাত আরও তিন/চারজন। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ (নলীন) সেতুর কাছে এসে শরীফকে জোরপূর্বক সেতুর নিচে নামিয়ে মাথায় পাথর চাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় সোমবার রাতে নিহত শরীফের পিতা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ এরপরেই হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান নামে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যার মূল পরিকল্পনাকারীর অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

উল্লেখ্য, সোমবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ (নলীন) সেতুর নিচ থেকে শরীফের লাশ উদ্ধার করা হয়। তিনি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মতিউর রহমানের ছেলে।

বিডি প্রতিদিন/এএম

 

সর্বশেষ খবর