আঁকতে পারি বন-বনানী
পাহাড় নদী বিল
আঁকতে পারি ঝর্ণাধারা
ময়না-শালিক চিল।
আঁকতে পারি নীলাকাশ ও
হাজার তারার মেলা
রংধনুরই সাতটি রঙে
রাঙা আলোর বেলা।
আঁকতে পারি কৃষাণ হাসি
রাখাল বাঁশি- হাস
সোনাফলা মাঠের বুকে
ধান-কাউনের চাষ।
আঁকতে পারি গাঁ-মাটি মা
ঝিলের জল ও খাল
মেঠো পথের বাঁক এবং
নৌকা-মাঝি পাল।