রহমতের খুশবু মেখে
এলো রোজার মাস।
হৃদয় নামের ভূমিজুড়েনেকি করো চাষ।
দ্বিগুণ হয়ে ফলবে ফসল
উঠবে হেসে মন।
খোদার কাছে থাকবে আরও
অনেক আয়োজন।
আপন হাতে দেবেন খোদা
রোজার পুরস্কার।
রোজার মতো রোজা রাখো
ওহে রোজাদার।
সারমিন ইসলাম রত্না
রহমতের খুশবু মেখে
এলো রোজার মাস।
হৃদয় নামের ভূমিজুড়েনেকি করো চাষ।
দ্বিগুণ হয়ে ফলবে ফসল
উঠবে হেসে মন।
খোদার কাছে থাকবে আরও
অনেক আয়োজন।
আপন হাতে দেবেন খোদা
রোজার পুরস্কার।
রোজার মতো রোজা রাখো
ওহে রোজাদার।