শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কল্পগল্প

আহসানুল হক

চাঁদের দেশে চরকা কাটে

ওই বুড়িটা কই?

ওই বুড়িকে ছোঁব আমি

দাওনা এনে মই!

 

পঙ্খিরাজী ঘোড়ার কথা

গল্পে শোনাও রোজ

ওই ঘোড়াতে চড়বো আমি

দাওনা আমায় খোঁজ!

 

ভাবছো আমি ছোট্ট খোকা

হইনি আজও বড়

থাকব ভয়ে ‘জুজুবুড়ির’

ভীষণ জড়সড়!

 

এখন আমি আঁকতে পারি

ধরতে পারি জল

একলা মাঠে যেতে পারি

খেলতে পারি বল!

 

আর বলোনা কল্প গল্প

আর দিওনা বুঝ

তোমার খোকা নয়তো ছোটো

নয় সে আর অবুঝ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর