রাজধানী থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক মাঠ। ২ কোটি মানুষের এ মেগা সিটিতে শ্বাস নেওয়ার মতো জায়গা ক্রমেই হ্রাস পাচ্ছে। শিশু ও কিশোরদের খেলার জায়গা না থাকায় তারা কার্যত ঘরবন্দি হয়ে পড়ছে। গত দুই দশকে রাজধানী থেকে হারিয়ে গেছে অর্ধশতাধিক মাঠ। চলতি শতকের শুরুতেও নগর কর্তৃপক্ষের অধীনে মাঠ ছিল ৬৮টি। বর্তমানে দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন মাঠ ২০টি। সে হিসেবে রাজধানী থেকে নিশ্চিহ্ন হয়েছে অন্তত ৪৮টি মাঠ। ২০০৩ সালে রাজধানীর খেলার মাঠ ও পার্ক বেদখলের বিরুদ্ধে হাই কোর্টে রিট করেছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পক্ষ থেকে ২০০৪ সালে একই বিষয়ে আরেকটি রিট হয়। এ দুই রিটের পরিপ্রেক্ষিতে রাজধানীর ৬৮টি খেলার মাঠ ও পার্কের জায়গা ১৫ দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দেন হাই কোর্ট। এ আদেশ পালনে গত দুই দশকে কোনো অগ্রগতি নেই। বরং একের পর এক মাঠ বেদখল হয়ে বাজার, রাজনৈতিক দলের কার্যালয়সহ নানা স্থাপনা নির্মিত হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশনের অধীন মাঠ ছাড়া আরও অন্তত ২০০ স্থান মাঠ হিসেবে ব্যবহার করা হয়। ২০১৯ সালে করা বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের জরিপে উঠে আসে, কয়েক বছর আগেও ঢাকায় মাঠের সংখ্যা ছিল ২৩৫। এর মধ্যে ১৪১টি প্রাতিষ্ঠানিক মাঠ, যেগুলো ওই প্রতিষ্ঠানের কম্পাউন্ডের ভিতরে অবস্থিত। অর্ধশতাধিক জায়গা ছিল ব্যক্তিমালিকানাধীন। এসব খোলা জায়গা শিশুরা মাঠ হিসেবে ব্যবহার করত। পরে সেসব জায়গায় অট্টালিকা গড়ে ওঠে। ৪২টির মতো মাঠ ছিল সবার জন্য উন্মুক্ত। এর মধ্যে আবার ১৬টি বেদখল হয়ে পড়েছে। ফলে এখন রাজধানীতে সিটি করপোরেশনের আওতাধীন ও আওতাবহির্ভূত উন্মুক্ত মাঠ আছে মাত্র ২৪টি। রাজধানীতে পর্যাপ্ত মাঠ বা খেলাধুলার জায়গা না থাকায় তা শিশুদের স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মানসিকভাবে তাদের প্রতিবন্ধী করে তুলছে। এ বিষয়টি মনে রেখে যে মাঠগুলো এখনো টিকে আছে সেগুলো রক্ষার ও বেদখল হয়ে যাওয়া মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ সংসদীয় আসনই থাকবে: হাইকোর্ট
- ইতিহাসে প্রথম: কার্বন শোষণ নয় ছাড়ছে গাছ, বিজ্ঞানীদের নতুন উদ্বেগ
- কর্মবিরতিতে কোটালীপাড়ায় ১৮৭ বিদ্যালয়ে ক্লাস হয়নি
- চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
- পারমাণবিক জ্বালানি উৎপাদনে চীনের নতুন ইতিহাস
- ১১ কোটির অবৈধ সম্পদ : বেনজীরের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের
- মুক্তিযুদ্ধের সময় নিজ পরিবারের অবস্থান জানালেন মির্জা ফখরুল
- সাবেক মন্ত্রী উবায়দুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বগুড়ায় দুই পা হারানো আহাদের পাশে সাবেক এমপি মোশারফ
- পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কোনও নির্দেশ দেননি পুতিন: ক্রেমলিন
- বিরলে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৫ জনকে জেল-জরিমানা
- চট্টগ্রামে এক উপজেলায় মিললো দুই অজ্ঞাত লাশ
হারিয়ে যাচ্ছে মাঠ
মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ছে শিশুরা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর