চলতি বছর সরকারিভাবে যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে হজযাত্রায় প্রতি হজযাত্রীর ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা ব্যয় হবে। হজযাত্রীদের বেশির ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্রায় একই ধরনের খরচ হবে বলে মনে করা হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করলে ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেশি ব্যয় হবে। হজের খরচ বৃদ্ধি হজ পালনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। ৭ লাখ টাকায় হজ করা সম্ভব হবে কি না অনেকের মধ্যে সেই সংশয় সৃষ্টি হয়েছে। আলেম-ওলামাদের অভিমত, খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় অনেকে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পবিত্র হজ পালন করতে পারবেন না। হজ পালনের খরচ কম হওয়া উচিত বলে মনে করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গত বছর সরকারিভাবে ঘোষিত প্যাকেজ-২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজচুক্তি করেছে বাংলাদেশ। হজচুক্তি অনুযায়ী এ বছর আগের মতোই ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ হজযাত্রী পবিত্র হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সীদের হজ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে বিমান ভাড়া হিসেবে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা খরচ হবে। এ খরচ গত বছরের চেয়ে ঢের বেশি। হজ পালনের খরচ কমিয়ে আনার জন্য দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আমাদের বিশ্বাস এ বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
হজ প্যাকেজ
খরচ কমানোর বিষয়ে ভাবুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর