পৃথিবীর জন্য আশার নতুন বাতিঘর হয়ে উঠতে চায় বাংলাদেশ। সেজন্য বন্ধু-অংশীজনদের আহ্বান জানায়- অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের। পাশাপাশি এখানে সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সেখানে মূল প্রবন্ধে তিনি ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মানবাধিকারের প্রতি অবজ্ঞা ও বিচারহীনতা যে কোনো উন্নয়নের হুমকি। ফিলিস্তিনে মানবিক দুর্ভোগ শুধু ওই অঞ্চলের নয়, গোটা মানবতার বিষয়। সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব এবং অর্থনীতি ধ্বংস করে। টেকসই উন্নয়নের জন্য শান্তি-স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন ও রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে। তাঁর মতে, সামাজিক চুক্তি, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়নই মৌলিক বিষয়। সহনশীল, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্ন আমাদের। সেখানে এমন কিছু হুমকি আছে, যা জাতিকে বিপথে ঠেলে দিতে সচেষ্ট। তাই সতর্ক থাকতে হবে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আমরা এমন এক সময় পার করছি, যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। গভীরতর হচ্ছে মানবিক সংকট। নতুন নতুন নীতিমালা, প্রযুক্তি ও শাসন পদ্ধতি পৃথিবীর দ্রুত রূপান্তর করছে। এ পরিপ্রেক্ষিতে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা প্রয়োজন। এমন বিশ্ব গড়তে হবে, যেখানে কেউ যেন এতটা দরিদ্র না থাকে, যাতে সে স্বপ্ন দেখার ক্ষমতাও হারিয়ে ফেলে। আমাদের প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে। সামনে যেসব চ্যালেঞ্জ তা গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের উদ্ভাবন, সহমর্মিতা ও সম্মিলিত কর্মকাণ্ডের সক্ষমতাও ব্যাপক। সমষ্টির প্রচেষ্টায় সামাজিক বৈষম্য ও ভবিষ্যৎ কর্মসংস্থানের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন এমন এক সামাজিক অবস্থার সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজ ঐতিহ্য, ন্যায়বিচার, সাম্য ও মর্যাদার ভিত্তিতে ভবিষ্যৎ গড়বে। তারই ধারাবাহিকতায় পৃথিবীর জন্য আশার উজ্জ্বল বাতিঘর হয়ে ওঠার মিশন এখন বাংলাদেশের।
শিরোনাম
- মিটফোর্ডের ঘটনায় কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
- তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- ফ্রান্সে ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল: মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
বাতিঘর বাংলাদেশ
ভূমিকা রাখবে সামাজিক ব্যবসায়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর