পৃথিবীর জন্য আশার নতুন বাতিঘর হয়ে উঠতে চায় বাংলাদেশ। সেজন্য বন্ধু-অংশীজনদের আহ্বান জানায়- অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের। পাশাপাশি এখানে সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সেখানে মূল প্রবন্ধে তিনি ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মানবাধিকারের প্রতি অবজ্ঞা ও বিচারহীনতা যে কোনো উন্নয়নের হুমকি। ফিলিস্তিনে মানবিক দুর্ভোগ শুধু ওই অঞ্চলের নয়, গোটা মানবতার বিষয়। সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব এবং অর্থনীতি ধ্বংস করে। টেকসই উন্নয়নের জন্য শান্তি-স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন ও রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে। তাঁর মতে, সামাজিক চুক্তি, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়নই মৌলিক বিষয়। সহনশীল, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্ন আমাদের। সেখানে এমন কিছু হুমকি আছে, যা জাতিকে বিপথে ঠেলে দিতে সচেষ্ট। তাই সতর্ক থাকতে হবে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আমরা এমন এক সময় পার করছি, যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। গভীরতর হচ্ছে মানবিক সংকট। নতুন নতুন নীতিমালা, প্রযুক্তি ও শাসন পদ্ধতি পৃথিবীর দ্রুত রূপান্তর করছে। এ পরিপ্রেক্ষিতে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা প্রয়োজন। এমন বিশ্ব গড়তে হবে, যেখানে কেউ যেন এতটা দরিদ্র না থাকে, যাতে সে স্বপ্ন দেখার ক্ষমতাও হারিয়ে ফেলে। আমাদের প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে। সামনে যেসব চ্যালেঞ্জ তা গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের উদ্ভাবন, সহমর্মিতা ও সম্মিলিত কর্মকাণ্ডের সক্ষমতাও ব্যাপক। সমষ্টির প্রচেষ্টায় সামাজিক বৈষম্য ও ভবিষ্যৎ কর্মসংস্থানের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন এমন এক সামাজিক অবস্থার সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজ ঐতিহ্য, ন্যায়বিচার, সাম্য ও মর্যাদার ভিত্তিতে ভবিষ্যৎ গড়বে। তারই ধারাবাহিকতায় পৃথিবীর জন্য আশার উজ্জ্বল বাতিঘর হয়ে ওঠার মিশন এখন বাংলাদেশের।
শিরোনাম
- ‘অ্যাপোলো ১৩’ মিশনের মহাকাশচারী জিম লাভেল আর নেই
- সেনায় গণতন্ত্রে উত্তরণ অপেক্ষায় নির্বাচন
- অস্থিরতায় ফ্ল্যাটের বাজার, রডের দাম নিম্নমুখী
- ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির
- শনিবার থেকে ঢাকায় ভ্যাপসা গরম বাড়তে পারে
- কুমিল্লায় ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত
- ফটিকছড়িতে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- কুমিল্লায় ফুল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
- কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
- মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা চেলসি শিবিরে
- জাবির ১৭ হলে ছাত্রদলের কমিটি অনুমোদন
- কাশিমপুর কারাগার থেকে ৩ ফাঁসির আসামির পালানোর চেষ্টা, মামলা
- চবিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, আহত ২ শিক্ষার্থী
- গ্রহণযোগ্য-নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- জননিরাপত্তা নিশ্চিতে নগরীকে আলোকিত করতে হবে: মেয়র শাহাদাত
- রাজধানীতে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক
- কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন হাসিনা : রিজভী
- রোনালদোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বড় জয় আল নাসরের
- মেলবোর্নে প্রথমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান
- ফ্লোরিডায় সাড়ে চার হাজার রোগীকে সেবা দিয়ে গ্রেফতার ‘ভুয়া নার্স’
বাতিঘর বাংলাদেশ
ভূমিকা রাখবে সামাজিক ব্যবসায়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর