পৃথিবীর জন্য আশার নতুন বাতিঘর হয়ে উঠতে চায় বাংলাদেশ। সেজন্য বন্ধু-অংশীজনদের আহ্বান জানায়- অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের। পাশাপাশি এখানে সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সেখানে মূল প্রবন্ধে তিনি ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মানবাধিকারের প্রতি অবজ্ঞা ও বিচারহীনতা যে কোনো উন্নয়নের হুমকি। ফিলিস্তিনে মানবিক দুর্ভোগ শুধু ওই অঞ্চলের নয়, গোটা মানবতার বিষয়। সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকার খর্ব এবং অর্থনীতি ধ্বংস করে। টেকসই উন্নয়নের জন্য শান্তি-স্থিতিশীলতা অপরিহার্য। ফিলিস্তিন ও রোহিঙ্গাদের মানবিক সংকট বিশ্ব যেন উপেক্ষা না করে। তাঁর মতে, সামাজিক চুক্তি, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়নই মৌলিক বিষয়। সহনশীল, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্ন আমাদের। সেখানে এমন কিছু হুমকি আছে, যা জাতিকে বিপথে ঠেলে দিতে সচেষ্ট। তাই সতর্ক থাকতে হবে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আমরা এমন এক সময় পার করছি, যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। গভীরতর হচ্ছে মানবিক সংকট। নতুন নতুন নীতিমালা, প্রযুক্তি ও শাসন পদ্ধতি পৃথিবীর দ্রুত রূপান্তর করছে। এ পরিপ্রেক্ষিতে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা প্রয়োজন। এমন বিশ্ব গড়তে হবে, যেখানে কেউ যেন এতটা দরিদ্র না থাকে, যাতে সে স্বপ্ন দেখার ক্ষমতাও হারিয়ে ফেলে। আমাদের প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে। সামনে যেসব চ্যালেঞ্জ তা গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের উদ্ভাবন, সহমর্মিতা ও সম্মিলিত কর্মকাণ্ডের সক্ষমতাও ব্যাপক। সমষ্টির প্রচেষ্টায় সামাজিক বৈষম্য ও ভবিষ্যৎ কর্মসংস্থানের মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন এমন এক সামাজিক অবস্থার সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজ ঐতিহ্য, ন্যায়বিচার, সাম্য ও মর্যাদার ভিত্তিতে ভবিষ্যৎ গড়বে। তারই ধারাবাহিকতায় পৃথিবীর জন্য আশার উজ্জ্বল বাতিঘর হয়ে ওঠার মিশন এখন বাংলাদেশের।
শিরোনাম
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি