Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ২ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৫৬

আজ ‘মাই নেম ইজ ব্যাড’

শোবিজ প্রতিবেদক

আজ ‘মাই নেম ইজ ব্যাড’

নোয়াখালী জেলার শ্যামল স্নিগ্ধ গ্রাম বিজয়পুর। এই গ্রামেরই যুবক বকরউদ্দীন। এসএসসি পাস করে আর পড়াশোনা করেনি। বাবা নেই। মা ও বোন নিয়ে তার সংসার। পৈতৃক সম্পত্তির জোর থাকায় লেখাপড়া বা আর কিছু করার কোনো আগ্রহই তার হয়নি। সারা দিন টোটো করে ঘুরে বেড়ানো, মানুষকে জ্বালানো, আর মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ানোই তার কাজ। এমনই এক গল্পের ধারাবাহিক নাটক ‘মাই নেম ইজ ব্যাড’। রওনক হাসানের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, রওনক হাসান, সানজীদা প্রীতি, শ্যামল মওলা, তাহমীনা মৌ, সতীর্থ রুবেল, সামিরা অথৈ প্রমুখ। নাটকটি আজ রাত ৯.৩০টায় প্রচার হবে এটিএন বাংলায়।


আপনার মন্তব্য