ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছে। ফের গুঞ্জন উড়ছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকছেন তিনি। শুধু তাই নয়, সংসার ভাঙার খবরও বাতাসে ভেসে বেড়াচ্ছে। এ পরিস্থিতিতে অভিষেক বচ্চনের একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। সাদা-কালো ভিডিওতে দেখা যায়, অভিষেক বচ্চনের মুখ দাড়ি-গোঁফে ঢাকা। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। গত জুলাই মাসে আমি ও ঐশ্বরিয়া যৌথভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’ ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। পক্ষে-বিপক্ষে চলছে তর্ক। নেটিজেনদের একাংশের দাবি - এটি ‘ডিপ ফেক’ ভিডিও। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিষেক-ঐশ্বরিয়া। এমনকি তাঁদের পরিবারের কোনো সদস্যও বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেননি। ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসারজীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।