অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কেবল অভিনয় নয় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এ অভিনেত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথেও নেমেছিলেন। তবে এজন্য কম ঝুঁকি নিতে হয়নি এ অভিনেত্রীকে। এ কারণে হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রপের শিকার হয়েছেন। নিজেই বিষয়টি জানিয়েছেন বাঁধন। এ বিষয়ে বাঁধন বলেন, আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি, ওই দিন থেকেই আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি। কারণ, একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখেমুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চার করেছি।