অল্প কিছুদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে থ্রিডি প্রিন্টার। পৃথিবীর নামিদামি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই এটির ব্যবহার শুরু করেছে।
তবে অবাক করার মত হলেও সত্য বার্সেলোনার প্রতিষ্ঠান ন্যাচালার মেশিনস তৈরি করেছে 'ফুডিনি' নামক থ্রিডি প্রিন্টার যা সত্যি সত্যি প্রিন্ট করে খাবার তৈরি করতে সক্ষম। আর 'ফুডিনি' দিয়ে বার্গার, স্যান্ডউইচ, রুটির মত করে বিভিন্ন আকৃতির খাবার, কেক সহ অনেক কিছুই তৈরী করা যায়।
খাবার তৈরির জন্য এটিতে রয়েছে ৫ টি আলাদা আলাদা ক্যাপসুল। এসব ক্যাপসুল নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের সাহায্যে, এসব ক্যাপসুলে খাবার তৈরির জন্য দেয়া হয় প্রয়োজনীয় উপাদান। কম্পিউটারের নির্দেশ মত এসব ক্যাপসুল থেকে প্রয়োজনীয় পরিমাণ খাবারে থ্রিডি প্রিন্টিং হয়ে থাকে এবং সব শেষে একটি সুন্দর খাবার তৈরি হয়ে যায়।