নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশের আকাশে যুক্ত হয়েছে এক নতুন উড়ন্ত অতিথি। আকাশের সীমানায় বিচরনকারী নতুন এ অতিথির নাম 'আল্ট্রা লাইট এয়ারক্রাফ্ট'।
যুক্তরাজ্যের তৈরি ‘জেমেনি ফ্ল্যাশ-২’ মডেলের এই আল্ট্রা লাইট এয়ারক্রাফ্ট পাইলটসহ দুইজন নিয়ে আকাশে উড়তে সক্ষম। ফ্লাইং ক্লাবের রানওয়েতে দেশের আকাশে প্রথম পরীক্ষামূলক যাত্রা শুরু করে এই ‘আল্ট্রা লাইট এয়ারক্রাফ্ট’। বিশ্বের বিভিন্ন দেশে এই লাইট এয়াক্রাফটের ব্যাপক প্রচলন থাকলেও বাংলাদেশে এটাই প্রথম। বিভিন্ন উন্নত দেশে এই ধরনের আকাশযান পর্যটন এবং দূর্যোগ ব্যবস্থাপনা কাজে ব্যবহার হয়ে থাকে।
উল্লেখ্য, জেমেনি'র পাইলট হিসেবে বাংলাদেশে কাজ করছেন ফরাসী নাগরিক ক্রিষ্টোফার চানটক্স।