প্রথম দু'বার ব্যর্থ হয়েছিল উৎক্ষেপণ। তৃতীয় বারে উৎক্ষেপণের সোয়া ঘণ্টা আগে জ্বালানি ট্যাঙ্কে ধরা পড়েছিল ফুটো! অবশেষে চতুর্থবারের চেষ্টায় সফল হল ইসরো। সেই সঙ্গে দ্বিতীয় চন্দ্র অভিযানের প্রাথমিক পরীক্ষাতেও পাশ করে গেল তারা।
আসলে ঘটনাটা কী? রবিবার বিকেল ৪টা ১৮ মিনিটে 'জিএসএলভি-ডি৫' রকেট ব্যবহার করে 'জিস্যাট-১৪' নামে একটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নির্দিষ্ট সময়ের মধ্যে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে রকেটটি। এই উপগ্রহটিকে টেলিযোগাযোগ ছাড়াও টেলি-মাধ্যমে চিকিৎসা এবং পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগানো হবে। এ দিনের উৎক্ষেপণের সঙ্গে সফল হয়েছে ইসরোর তৈরি অতিশীতল তরল জ্বালানির (ক্রায়োজেনিক) ইঞ্জিনও।
ইসরোর একটি সূত্রের খবর, ২০১৬ সালে দ্বিতীয় চন্দ্রযান অভিযানেও এই ইঞ্জিনসহ জিএসএলভি রকেটকেই ব্যবহার করা হবে। তাই এ দিনের সাফল্য সেই অভিযানের মহড়াও বলা যেতে পারে।