যুগে যুগে পানি বিশুদ্ধ করার বিভিন্ন পদ্ধতি আবিস্কৃত হয়েছে। সাধারণত পানি বিশুদ্ধ করার জন্য ফিল্টারকেই সবাই বেছে নেয়।
সম্প্রতি অ্যাকুয়ামেকার নামের এক ধরনের যুগান্তকারী ফিল্টার উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এই ফিল্টারের কোনো পানির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বাতাসের আর এই বাতাস থেকে পানি উৎপন্ন হয়। অবিশ্বাস্য হলেও সত্যি।
ডিজিটাল ডিসপ্লে মাইক্রো কম্পিউটার রয়েছে ফিল্টারটিতে। ফলে এটি অপারেটিং করা অনেক সহজ। এমএ১০ এয়ার ফিল্টারের সাহায্যে বাতাসের জলকণিকা, ময়লা, গন্ধ, বাতাসর বীজাণূ, ব্যাকটেরিয়া, ভিওসি (ভলটাইল অর্গানিক কেমিক্যাল) মুক্ত করে। ফলে তৈরি হওয়া পানি হবে সম্পন্ন বিশুদ্ধ।