বিশ্বে নাৎসি আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একনায়ক জার্মানির এডলফ হিটলারের মুখমণ্ডল ও জীবনীসংবলিত মগ মার্কেট থেকে প্রত্যাহার করে নিয়েছে দেশটির একটি চেইনশপ। ভুলবশত এ ঘটনা ঘটেছে বলে দুঃখ প্রকাশ করেছে চেইনশপ কর্তৃপক্ষ। অবিক্রিত মগগুলো বাজার থেকে প্রত্যাহার করে ধ্বংস করে ফেলা হয়েছে বলেও তারা জানিয়েছে।
চীনা ডিজাইনারের তৈরি সিরামিকের এ মগগুলোর গায়ে হিটলারের জীবনীসহ নাত্সি যুগের ডাকটিকিটের একটি ঝাপসা ছবি রয়েছে। এছাড়া এগুলোর গায়ে একটি করে গোলাপ ও ইংরেজি হাতের লেখাও আছে।
জুরব্রুজেন নামে ওই চেইনশপ এটিকে ' মারাত্মক ভুল' আখ্যা দিয়ে ' দুর্ভাগ্যজনক পরিস্থিতির স্টুপিড চেইনের' উপর এর দোষ চাপিয়ে দিয়েছে।
চেইনশপটি জানায়, মগগুলোর ডিজাইনার ভুল করে এগুলোর জন্য সাবেক এ একনায়কের ছবি বেছে নিয়েছিল। আর তারাও ভুল করে এ ধরনের ৫ হাজার মগের অর্ডার দিয়েছিল বলেও কর্তৃপক্ষ জানায়। এমনকি বিক্রির জন্য মগগুলো খালাস করার সময়ও এ সমস্যা কারো নজরে পড়েনি বলে শপের মালিক এক জার্মান দৈনিককে জানিয়েছেন।
দোকানো তুলে মগগুলো বিক্রিও শুরু করে দেয় কর্তৃপক্ষ। ১৭৫ পিস বিক্রির পরই কেবল এ ঘটনা কারো নজরে পড়ে। বড় ধরনের জনরোষ ঠেকাতে অবিক্রিত মগগুলো নষ্ট করে ফেলা হয়েছে।