সম্প্রতি লন্ডনের সেভেনসিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি সুপারসোনিক কারের ফর্মূলা আবিষ্কার করেছেন। এই গাড়িটি ঘণ্টায় ১৬০০ কিলোমিটার বেগে চলবে। তাও আবার সড়ক পথে। গাড়িটি চালানোর কৌশল রপ্ত করছেন গবেষকরা। খুব শিগগিরিই বানিজ্যিকভাবে তৈরি কারা হবে এই গাড়িটি। আর তা হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বেশি গতি সম্পন্ন গাড়ি।
দক্ষিন আফ্রিকার একটি গবেষণা প্রতিষ্ঠানে বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন এই কারটি চালানোর কৌশলসহ নানা বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন গবেষকরা।
গবেষকরা বলেছেন, 'আমরা যখন এই কারটি তৈরি করার সিধান্ত নিয়েছে তখন থেকেই আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল। কিভাবে এই কারটি সড়কপথে নিরাপদে চালানো যায়। আমরা এ কাজে অনেকটাই সফল হয়েছি।'