বৃটেনের বার্মিংহামের ক্রিস শোলিজ নামের একটি সু কোম্পানি স্টেইনলেস স্টিল, সিলিকন লেইনারস ও খাটি রুপো দিয়ে তৈরি করেছে এমন জুতা, যেটি এক হাজার বছর টিকবে। জুতা ছেঁড়ায় মেয়েদের বিব্রত ও কষ্ট দূর করতে বৃটেনের এক সু ডিজাইনার এই জুতাটি তৈরি করেছেন। যা ছেঁড়বে না, নষ্ট হবে না।
জুতাটির ডিজাইন তৈরি করতে দুই বছর সময় লেগেছে। আর এর দাম পড়বে এক হাজার পাউন্ড। বাংলাদেশী টাকায় সোয়া লাখ টাকা। শুধু পানি দিয়ে ধোয়া ছাড়া যেকোনোভাবে জুতাটি সংরক্ষণ করা যাবে।
ক্রিস শোলিজের দাবি এই হিলটি কেনার পর তার জীবনে আর কোনো জুতা কেনার প্রয়োজন পড়েবে না।
কোম্পানির দাবি, স্টিলের মতো শক্ত ধাতু দিয়ে জুতাটি তৈরি হলেও এটি হবে বিশ্বের সবচেয়ে আরামদায়ক জুতা। এই জুতার ছেঁড়া ও নষ্ট হবার সম্ভাবনা কম। তবে জুতার তলা ও গোড়ালি নষ্ট হতে পারে। সেক্ষেত্রে কোম্পানিটি ১০০০ বছর পর্য়ন্ত সর্ভিস দেবে।