চিনে খোলা হল বিশ্বের সর্বোচ্চ রেল ট্যানেল। কুইলিয়ান পর্বতের মধ্য দিয়ে ৩৬০৭.৪ মিটার উচ্চতায় এই টানেল দিয়ে দ্রুতগামী ট্রেন চলাচল করতে পারবে। ১৬.৩ কিলোমিটার লম্বা এই টানেল গ্যাংসু এবং জিন জিয়াংগ প্রদেশকে যুক্ত করেছে।
এই টানেলের নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০০৯ সালে। চলতি বছরের শেষেই এই লাইন ট্রেন চলাচল করানোর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে ট্রেন এই টানেল দিয়ে যেত পারবে। ফলে লানজো থেকে উরুমকি ২০ ঘন্টার বদলে আট ঘন্টায় যাওয়া যাবে।