যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাট'র ইঞ্জিনিয়ারিং স্কুলের সমাবর্তন ১০ মে অনুষ্ঠিত হবে-তা অনেক আগেই ঠিক করা ছিল। এতে সমাবর্তন বক্তা কে হবেন তাও নির্ধারণ করা আছে। কিন্তু যিনি সমাবর্তন বক্তব্য দিবেন তিনি-ই তো ওইদিন পৃথিবীপৃষ্ঠে থাকছেন না। তিনি থাকবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে! তাহলে কি করা যায় ভেবে পাচ্ছিল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে মহাকাশ থেকেই বক্তব্য দিবেন তিনি। সে অনুযায়ী তারা সমস্ত প্রস্তুতি সেরে নিলেন।
ইঞ্জিনিয়ারিং স্কুুলের এ সমাবর্তন বক্তা হচ্ছেন রিক মাস্ট্রাচচিও। বয়স ৫৪। রিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একজন নভোচারী ও ইউনিভার্সিটি অব কানেকটিকাটের এলামনাইয়ের একজন সদস্য। তিনি বর্তমানে মহাকাশ স্টেশনে থেকে পৃথিবী প্রদক্ষিণ করছেন।
আগামী ১০ মে তিনি মহাকাশে থেকেই নবাগত গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে ভিডিও প্রযুক্তির মাধ্যমে বক্তব্য রাখবেন। সমাবর্তনে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৫ হাজারের মতো অতিথি উপস্থিত থাকবেন। এদের মধ্যে রিকের স্ত্রী ও তার পরিবারের কয়েকজন সদস্যও উপস্থিত থাকবেন।
নাসার মুখপাত্র জে বোলডেন বলেন, রিক হতে যাচ্ছেন মহাকাশ থেকে সমাবর্তন বক্তব্য দানকারী তৃতীয় ব্যক্তি। এর আগের দুুটো ঘটনাই ঘটে ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটাতে। এর মধ্যে নভোচারী কারেন নাইবার্গের গত আগস্টে মহাকাশ থেকে সমাবর্তন বক্তব্যের ঘটনাটি হচ্ছে সর্বশেষ।