নাসা’র এক্স-রে ছবিতে ধরা পড়েছে একটি মহাজাগতিক বস্তু, যার নাম দেয়া হয়েছে 'ঈশ্বরের হাত'। এ মহাজাগতিক ঈশ্বরের হাত তখনই তৈরি হয় যখন একটি নক্ষত্র বিস্ফোরিত হয় ও এর মধ্যস্থিত বস্তুকণা ছড়িয়ে পড়ে। আর তখনোই নাসা’র Nuclear Spectroscopic Telescope Array বা NuSTAR টেলিস্কোপের উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্স-রে ইমেজিং এ ধরা পড়ে নীল রঙের ঈশ্বরের হাত।
এছাড়া এর আগে নাসা’র চন্দ্র এক্স-রে অজারভেটরি 'ঈশ্বরের হাত' এর সবুজ ও লাল অংশের ছবি ধারণ করে। তবে এক্ষেত্রে ব্যবহার করা হয় নিম্ন ক্ষমতার এক্স-রে বা রশ্মি।