হাতের মোবাইলের রিংটোন বাজবে এবার বুকে। অবিশ্বাস্য হলেও সত্যি। এমনই এক ধরনের টি-শার্ট আসছে প্রযুক্তির বাজারে।
গবেষণায় শুধু টি-শার্টই নয়, এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে তৈরি করা হচ্ছে নতুন ধরনের মোবাইল ফোন।
গবেষকরা জানিয়েছেন, খুব পাতলা ধরনের একটি মোবাইল সেট প্রস্তুত করা হচ্ছে। যা থাকবে টি-শার্টের সঙ্গে লাগানো। টি-শার্টের ফেব্রিকেশন এমনভাবে করা হচ্ছে, যাতে একেবারে পাতলা এই মোবাইল ফোন প্রিন্ট করে আটকে দেওয়া হবে টি-শার্টের সঙ্গে। আপনার বুকে সেঁটে থাকা টি-শার্টের রং-বেরঙের ছবিটাই হবে মোবাইল ফোন। যেখান থেকে বেজে উঠবে রিংটোন।
অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় সার্ফেস প্লাসমোন এপ্লিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন টেকনোলজির মাধ্যমে এই ধরনের পাতলা মোবাইল ফোন তৈরির কাজ শুরু করে দিয়েছে। যা টি-শার্টে প্রিন্ট করে দেওয়া হবে।