মহাকাশে যাওয়ার সুপ্ত বাসনা কমবেশি সবারই রয়েছে। এই বাসনা সত্যি করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও খোঁজ চলছে। আর দিশার আলো দেখাতে কিছু ভূগোল গবেষকেরা 'ইলস্ট্রিস' নামের এমন এক ভাসমান যান তৈরি করেছেন যাতে চড়ে বিশ্ব ব্রক্ষ্মাণ্ড সফর করা যাবে।
ইলস্ট্রিসে সফর করার সময় কারো মন-মর্জি মতো সময়কে আগে বা পিছনে নিয়ে নেওয়া যাবে এবং সমস্ত আসমান-জমিন ঘুরে দেখা যাবে। ইলস্ট্রিস ১৩ মিলিয়ন বছরের বিভিন্ন বিকাশের কাহিনীও শোনাবে।
ইলস্ট্রিস প্রকৃতপক্ষে একটি সুপার কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে কাজ করে। এতে ৩ টি টেকনোলজির মাধ্যমে অন্তরীক্ষের বিকাশের কাহিনী প্রদর্শিত হয়। এতে সফর করার সময় সত্যি সত্যিই মহাকাশে ঘুরে বেড়াচ্ছেন - এমন অনুভূতি হবে।
কম্পিউটারের এই প্রোগ্রামে একসঙ্গে ৮ হাজার সিপিইউ একসঙ্গে কাজ করে।