শতবর্ষী নারী বা পুুরুষের কথা আমরা হঠাৎ হঠাৎ শুনে থাকি। বিশ্বের সব দেশেই ১শ' বা তারও বেশি বয়সী মানুষ আছে। কিন্তু তাই বলে একই পরিবারে তিন জন শতবর্ষী ব্যক্তি! বিশ্বাস হচ্ছে না নিশ্চয়! এমনটি সত্যি সত্যিই ঘটেছে।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের এক পরিবারের তিন বোনের প্রত্যেকেরই বয়স ১শ'র বেশি। এ তিন বোন হচ্ছেন রুবি কক্স, রুথ ব্রানাম ও রোজ স্লস। বড় বোন কক্সের বয়স ১১০ বছর। আর মেঝো বোন ব্রানামের বয়স ১০৪ ও ছোট বোনের বয়স ১০১ বছর। যুক্তরাষ্ট্রের পিপলস ম্যাগাজিন এসব কথা জানিয়েছে। খবর ওয়ার্ল্ড অবজারভার অনলাইনের।
আরো লক্ষণীয় ব্যাপার হলো, গত ১০ বছরের মধ্যে কেবল গেলো সপ্তাহেই তিন বোনের প্রথমবারের মতো সাক্ষাৎ ঘটেছে। ছোট বোন রোজ স্লসের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ছিল অন্যান্য বোনের সঙ্গে মিলিত হওয়ার। তার সেই স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নেয়। 'উইশ অব এ লাইফটাইম' নামে একটি সংগঠনের সহায়তায় দীর্ঘ ১০ বছর পর তিন বোনের পুনর্মিলন ঘটে। রোড আইল্যান্ডে অবস্থিত বড় বোন কক্সের অবসরযাপন কেন্দ্রে তাদের এ সাক্ষাৎ ঘটে।
তিন বোনের শতবর্ষী হওয়ার পেছনে রহস্য কি? আসলে সুন্দর ও সুস্থ জীবনাচরণই তাদের দীর্ঘ জীবনের পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তারা। বড় বোন কক্স ছিলেন একজন শিক্ষক। ধর্মে বিশ্বাসই তার দীর্ঘ জীবনের রহস্য বলে জানিয়েছেন তিনি। নিজ নিজ ধর্মে বিশ্বাস জীবনকে চাপমুক্ত রাখতে পারে বলেও জানান কক্স। মেঝো বোন ব্রানাম ৩০ বছরে ধরে একটি গ্রোসারি স্টোরের ব্যবস্থাপনায় ছিলেন। দীর্ঘ জীবনের জন্য সক্রিয় জীবনযাপন করাটা খুব গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। আর ছোট বোন রোজ স্লস যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে কাজ করতেন। দীর্ঘায়ুর জন্য তিনি তার পরিবারের সুন্দর খাদ্যাভাসকে কৃতিত্ব দেন।
উল্লেখ্য, তিন বোন তাদের দীর্ঘায়ুর পেছনে জীনগত সুবিধাও পেয়ে থাকতে পারেন।